5.10.11

কিছু প্রশ্ন ও উত্তর

  • কেন প্রেম করব ?
উত্তর : জীবনকে আরো সুন্দর , গতিশীল , উচ্ছল , উদ্দীপ্ত , হতাশাময় , আলোজলমলে , আনন্দময় , সুভ্র , মায়াবী শিহরন্পূর্ণ , কামপূর্ণ এবং আরো একটু বেশি রোমান্টিক করতে চাইলে প্রেমের কোন বিকল্প নাই । তাই সত্যিকারের প্রেম করুন ।

  • প্রেমের আয়ু  কত ?
উত্তর : প্রেমিক - প্রেমিকার  প্রেমের আয়ু নদীর জোয়ারের মত ক্ষনস্তায়ী । তবে বারবারও দেখা দিতে পারে প্রেম , আপনার একটি জীবনে , জোয়ারের মত ।
কিছু কিছু ক্ষেত্রে প্রেমিক - প্রেমিকা জন্মমও একবার , মির্তুও একবার , প্রেমও একবার নীতিতে প্রেম করে থাকেন । সে ক্ষেত্রে প্রেম আয়ু মির্তু পর্যন্ত হয়ে তাকে ।

  • প্রথম ও শেষ প্রেম বলে কি কিছু আছে ?
 
উত্তর : না ,নেই । জীবনে কখনো প্রেম আসতে নাও পারে । আবার দুই এর অধিক প্রেম জীবনে আসতে পারে ,এবং প্রতিটি প্রেমে পরার সময় আপনার মনে হবে আপনি প্রথম প্রেমে পড়েছেন । তবে এটা পরীক্ষিত বাস্তব যে প্রথম প্রেমের কথা কখনও ভুলা যায় না ।


  • ব্যর্থ প্রেম ও সফল প্রেম কি ?
    উত্তর : প্রকৃত পক্ষে ব্যর্থ প্রেম ও সফল প্রেম বলতে কিছুই নেই । তবে এদেশে যে প্রেম বিয়ে পর্যন্ত গড়ায় তাকেই সফল প্রেম বলা হয় , এবং যে প্রেম বিয়ে পর্যন্ত গড়ায় না থাকে ব্যর্থ প্রেম বলে ধরা হয় । যদিও প্রেমিক - প্রিমিকা একাধিক বার সহবাস করে তার পরেও ।

    • কোন বয়সে প্রেম হয় ?
    উত্তর : প্রেমে পড়ার কোন বয়স নেই । আপনি যেকোন বয়সে প্রেমে পড়তে পারেন । প্রেম কখনও বয়স মানে না ।

    1 comments:

    srkshazu said...

    Try More .............

    Post a Comment