11.11.11

প্রেম করতে আপনাকে যা যা করতে হবে ?

১। কথাবার্তা গুছিয়ে বলতে চেষ্টা করুন । জড়তা রাখবেন না ।
২। ওভার স্মার্টন্যাস দেখাবেন না । তবে ব্যক্তিত্ব গড়ে তুলুন ।
৩। অযথাই গম্ভীর থাকবেন না । স্বাভাবিক থাকুন ।
৪। অতিরিক্ত হৈ চৈ - উচ্ছিৃঙ্গলতা পরিহার করুন ।
৫। যার সাথে প্রেম করবেন তার সাথে মিথ্যা বলবেন না । অন্যদের সাথে অযথা মিথ্যা বলা কমিয়ে দিন ।
৬। আপনার সামাজিক অবস্থান তার কাছে তুলে ধরুন । বাড়িয়ে বা কমিয়ে বলার প্রয়োজন নেই ।
৭। প্রেম বিষয়ক গল্প-কবিতা-উপন্যস পরুন এবং রুমান্তিক মুভি দেখুন ।
৮। পরিস্কার - পরিচ্ছন্ন থাকুন । কিছুতা রূপ চর্চা করুন । উগ্র সাজ-গোঁজ করবেন না ।
৯। হবু প্রেমিক বা প্রেমিকা কে কার্ড,চিরকুট বা বইতে ইংরেজি বা বাংলায় কোটেশন বা কবিতার লাইন সুদ্ব বানানে লিখুন । খেয়াল রাখবেন বাক্যে যাতে ভুল না হয় ।
১০। যার সাথে প্রেম করবেন তার সামনে হাঁচি বা সর্দি এলে রুমাল বা ফেইস টিস্যু ব্যবহার করুন ।
১১। এক সাথে বের হলে কখনও রিক্সাওয়ালা বা বাদামওয়ালার সাথে খারাপ আচরন করবেন না । এতে আপনার সম্পর্কে তার খারাপ ধারনা হবে ।
১২। এক বিষয়ে দীর্ঘক্ষণ আলাপ করবেন না । সেক্স বিষয়ে প্রেম হবার পূর্বে আলাপ না-করাই শ্রেয় । প্রেম হবার পরে করতে পারেন ।
১৩। বেশী লম্বা দাড়ি-গোঁফ , চুল রাখবেন না । রাখলেও ভালো মতে যত্ন নিবেন ।
১৪। সেক্স রিলেটেড কোন কিছু প্রেমের পূর্বে উপহার দেয়া যাবে না ।
১৫। তার ও আপনার ভাল ও মন্দলাগা এক নাও হতে পারে । কিন্তু ওর পছন্দ ও অপছন্দের মুল্য দিন ।
১৬। কয়েকজন বন্ধু-বান্ধবী নিয়ে ঘুরতে পারেন এবং সিনেমা দেখতে পারেন অথবা চাইনিজে যেতে পারেন ।
১৭। প্রায় ফুল-টুল উপহার দিন । গলাপের কলি হলে ভাল হয় । বই-ডায়রিও হতে পারে ।
১৮। যার সাথে প্রেম করতে চান তার অসুখ-বিসুখের বা পড়াশোনার খোঁজ খবর নিন । দরকারে পড়া-শোনায় সাহায্য করুন ।
১৯। ওকে বিশ্বাস করুন এবং নিজেকে ওর কাছে বিশ্বস্ত্ব করে তুলুন ।
২০। ওর সাথে সহজ ও স্বাভাবিক হন এবং রোমানটিক ব্যবহার করুন ।
২১। যার সাথে প্রেম করবেন তার ব্যক্তিগত স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া বাঞ্চনীয় । অযথাই হস্তক্ষেপ করা উচিত নয় । এতে হীতের বিপরীত হতে পারে ।
২২। দেশে-বিদেশের সাম্প্রতিক খবরা খবরসহ হিন্দি ফ্লিমের আপডেটের খবর রাখুন । তার সাথে আলাপ কালে কাজে আসবে ।
২৩। প্রেমের প্রাথমিক পর্যায় হুট করে তার শরীর স্পর্শ করবেন না । অনুমতি নিয়ে করতে পারেন ।
২৪। সব বিষয়ে ওর মতের সাথে হ্যাঁ , হ্যাঁ করবেন না । প্রয়োজনে তর্ক করুন । যুক্তি দিয়ে কথা বলুন ।
২৫। হবু প্রেমিক বা প্রেমিকার ব্যক্তিত্বের বা চোখের বা চুলের বা হাতের লেখার বা শরীরের বা তার রুচিবোধের বা তার ফ্যাশনের বা তার গুছিয়ে কথা বলার প্রশংসা করুন । তবে যেন বেশী না হয় । একই প্রশংসা বারবার করবেন না । এতে সে বিরক্ত হতে পারে ।
২৬। প্রেমিকারা ছেলেদের সাহসীকতা আর প্রেমিকরা মেয়েদের লাজুকতা পছন্দ করে বেশী । সুতরাং প্রয়োজন অনুসারে প্রেমিক-প্রেমিকাদের তাই করা দরকার ।
২৭। আমি তোমাকে ভালবাসি কথাটি হুট করে না বলে একটু আকার-ইঙ্গিতে বোঝাতে চেষ্টা করুন, এবং ধীরেধীরে তার কাছে আপনার মনের কথা খুলে বলুন । তাড়াহুড়া করবেন না ।
২৮। আপনার বাহ্যিক বদঅভ্যাস যেমন জিভ দিয়ে গোঁফ চাঁটা, আঙ্গুল দিয়ে নাক/চোখ খোটা,বারবার ছোট চিরুনি দিয়ে আঁচড়ানো । মেকাপ করা, ঢেলা পেন্ট টেনে ওঠানো ইত্যাদি অন্যের চোখে বিশ্রী লাগে তা ত্যাগ করুন ।
২৯। সিগ্রেট খেলে তা কমিয়ে দিন এবং মেয়েরা ছেলেদের কাছ থেকে এটা-ওঁটা , খাই খাই চাই চাই ভাব কমিয়ে দিন ।
৩০। নিজেকে কিছুটা রহস্যময় করে তুলুন । রোমিও হয়ে সুন্দর মেয়েদের পিছনে পিছনে এবং মেয়েরা অযথা সুন্দর ছেলেদের পিছনে পিছনে ঘুরঘুর করবেন না । মনে রাখবেন বাইরের সৌন্দর্যের চেয়ে অন্তরের সৌন্দর্যই আসল ।
 

কিভাবে বুঝবেন যে কেউ আপনার প্রেমে পরতে চায় ?

১। যদি আপনি দেখেন আপনার উপস্থিতিতে 'ওর' চেহারায় আলোর ঝিলিক দেখা দিয়েছে ।
২। যদি উচ্ছ্বল ভাবে কথা বলা শুরু করে ।
৩। যদি কেমন ঘোলাটে অথচ মায়াবী স্পর্শময় স্নিগ্ধ চোখে প্রায়ই আপনার দিকে তাকিয়ে থাকে ।
৪। ঘুরে - ফিরে যদি 'ও' কেবল প্রেম - ভালবাসা বিষয়ক কথাবার্তায় চলে আসে ।
৫। আপনার অজান্তে আপনার আঙ্গুলের স্বাভাবিক একটু স্পর্শে 'ও' যদি আমূল  কেঁপে উঠে , লজ্জা পায় এবং পরোক্ষণেই মিটি মিটি হাসে ।
৬। যদি 'ও' আপনার সাথে ঘুরতে চায় বা সিনেমা দেখতে বা চাইনিজে যেতে চায় ।
৭। যদি 'ও' আপনাকে একা পেতে চায় ।
৮। যদি আপনি "চলে যাই" বললে ওর চেহারায় একরাশ বিষণ্ণতা হঠাৎ ভেসে উঠে বা চোখ ছলছল করে উঠে ।
৯। যদি আপনাকে হঠাৎ দেখলে 'ও' অপ্রস্তুত হয়ে যায় এবং লজ্জা পায় সাথে সাথে কথা বলার জন্য ছটফট করে ।
১০। যদি আপনার সাথে কথা বলতে গিয়ে ওর কথাবার্তা সব জড়িয়ে যায় । নিঃশ্বাস দ্রুত হয় ।
১১। যদি চোখ মারে বা কোন ভাবে আপনার স্পর্শ পেতে চায় ।
১২। যদি আপনার সব কথার পিঠেই 'ও' রেগে রেগে কথা বলে বা অকারনে ঝগড়া করতে চায় এবং কথায় কথায় আপনার সাথে অভিমান করে ।
১৩। যদি শুনেন এর - ওর কাছে আপনার প্রায়ই প্রশংসা করছে ।
১৪। ঈদ বা পুজায় বা নববর্ষে ইত্যাদি বিভিন্ন উপলক্ষে প্রায়ই আপনাকে দামী এবং হার্ট চিহ্ন আছে এমন কার্ড টার্ড দেয় । ভেতরের পাতায় ইংরেজি - বাংলা কোন ডায়ালগ {প্রেমের ইঙ্গিতপূর্ণ} লেখা ।
১৫। যদি বই উপহার পেয়ে দেখলেন সেখানে কোন কবির প্রেমের কবিতা বা লাইন বা নিজের বানানো লাইন টুকে দিয়েছে ।
১৬। যদি 'ও' প্রায়ই আপনাকে ফুল বা গোলাপ কলি {প্রেমের প্রথিক} অথবা অন্যান্য টুকিটাকি উপহার দিচ্ছে ।
১৭। আপনি বিশেষ কাউকে কি পছন্দ করেন ----- এই জাতীয় প্রশ্নের উত্তর যদি 'ও' বলে ---- কাউকে তো মনের মত পেলাম না , কাকে ভালবাসব আপনিই বলে দিন , আপনার মত কাউকে খুজে দিন না । আরে ভাই আমার কপালে কি আর এই সব প্রেম ট্রেম আছে ------ এই জাতীয় উত্তর দেয় বা লজ্জায় নিরব থাকে ।
১৮। যদি আপনার সবকিছুই খুঁটিয়ে খুঁটিয়ে দেখে অথবা খবর রাখে অথচ সহজে পরিস্কার করে কিছু বলে না অথচ বলতে চায় ।
১৯। যদি প্রায়ই আপনার সাথে ফোনে দীর্ঘক্ষণ আলাপ করে বা করতে চায় ।
২০। যদি দেখেন আপনি কোন বন্ধু বা বান্ধবীর সাথে কথা বললে ও হিংসা করে বা রাগ করে আপনার উপর । 

1.11.11

প্রেমে পড়ার লক্ষণ

    * প্রিয় মানুষটাকে দেখলে অস্থির অস্থির ভাব হয় ,না দেখলেও অস্থিরতা আরও বেড়ে যায় ।
    * পেট খালি খালি লাগে অথচ খাবার রুচি কমে যায় ।
    * পড়াশোনা করতে ভালো লাগে না । ক্লাসের বই সামনে নিয়ে শুধু 'ওর' কথা ভাবতে ভালো লাগে ।
    * কারো সাথে ভালমতো কথা বলতে ইচ্ছে করে না ।
    * আগের চেয়ে ঘুম কমে যায় এবং ঘুম তেকে উঠার পর, বিশেষ করে বিকেলে ,মনটা খামোখাই বিষণ্ণতায় ডুবে যায় ।
    * বারবার বা কারণ ছাড়াই যখন তখন মনে হয় কি যেন নেই , কি যেন নেই ।
    * খা খা দুপুরে , মায়াবী বৃষ্টি বিকেলে , বিষণ্ণ সন্ধ্যায় , কষ্ট ময় মধ্যরাতে হটাৎ প্রিয় মানুষটার কাছে ছুটে যেতে ইচ্ছে করে , তার বুকে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে ।
    * চোখের সামনে ফুল - পাখি , ট্রাফিকজ্যাম , আকাশ ,বিল্ডিং , রিক্সা , বাস , সবুজ পাতা ,ভিখারি ,কাক , নদী , টুকাই , রেলিং ছাড়া ছাদ সবকিছুই নতুন করে ভালো লাগতে সুরু করে ।
    * বাবা - মা , আত্মীয় স্বজন সবাইকে কেমন পর পর লাগে । মনে হয় এরা আমার কেউ না ।
    * রূপচর্চা হটাত বেড়ে যাবে । পোশাক - পরিচ্ছেদে নতুনত্ব আনতে মন চাইবে এবং পরিষ্কার পরিছন্ন থাকতে মন চাইবে ।
    * শুধু প্রেমের কবিতা - গল্প - উপন্যাস পড়তে মন চাইবে , প্রেমের গান সুনতে মন ছাইবে এবং প্রেমের ছবি দেখতে মন চাইবে ।
    * অকারণে বড় ধরনের অসুখে পড়তে মন চাইবে ।
    * হাতের তালু , পায়ের পাতা , চোখ - মাথার তালু জ্বালা করবে এবং কথাও স্থির হয়ে দু'দণ্ড বসতে ইচ্ছে করবে না । তলপেটে সুড়সুড়ি বোধ হবে ।
    * কেবলই মন বলবে প্রিয় মানুষটা কাছে থাকুক , অনর্গল কথা বলুক , অকারণে হাসুক , অভিমান করে একটু কাঁদুক বা মন খারাপ করুক ।
    * 'ওর' জন্য বীরত্বপূর্ণ কিছু বা 'ও' যাতে খুশি হয় এমন কিছু করতে ইচ্ছে করে । করতে না পারলে অসহায় লাগে ও অদ্ভুত একটা কষ্ট লেপ্টে থাকে বুকে ।
    * প্রিয় মানুষটার জন্মদিনে পৃথিবীর সবচেয়ে দামী উপহারটা অথবা পৃথিবীর সবক'টা গোলাপ এনে দিতে ইচ্ছে করে ।
    * মনে হয় প্রিয় মানুষটার হাত ধরে সবার দৃষ্টি এড়িয়ে ওর চোখে চোখ রেখে একলক্ষ পূর্ণিমা রাত যদি এক বাসায় কাটিয়ে দেয়া যেত তবে কতই না ভালো হত ! কতই না সুখ পেতাম !
    * প্রিয় মানুষের সামান্য আঘাতে অথবা তার সামান্য অবহেলা পেলে বুকের পাঁজর ভেঙ্গে যেতে চায় । বাথরুমে বসে , বালিশে মুখ গুজে এক নাগারে একহাজার বছর কাঁদতে ইচ্ছে করে । গভীর রাতে ছাদ থেকে লাফিয়ে পরে আত্মহত্যা করতে ইচ্ছে করে ।
    * লাল , আকাশী ও গোলাপি রং ভালো লাগতে থাকে ।
    * সাহস বেড়ে যায় । একেবারে ভিতুরাও অসীম সাহসী হয়ে যায় ।
    * ২৪ ঘণ্টায় একটু দেখতে না পেলে , একটু কথা না শুনলে , তার একটু ছুঁয়া না পেলে হটাত হটাত বুকের বাম পাশে মুচড় দিয়ে উঠে ।
    * প্রিয় মানুষটাকে বিপরীত লিঙ্গ কার সাথে কথা বলতে দেখলে হিংসা বা রাগ হয় । যার সাথে একটু হেসে কথা বলল তাকে ছুটে গিয়ে নিমিষেই খুন করতে ইচ্ছে হয় ।
    * যখন তখন খাওতে বা উপহার দিতে ইচ্ছে হয় ।
    * মনে হয় যদি 'ওর' বুকে মাথা রেখে মরে যাওয়া যেত !
    * এক কুটি চুমু এক নিমিষেই দিতে ইচ্ছে করে এবং ওকে মিনিটে মিনিটে পত্র দিতে ইচ্ছে করে ।